মায়ানগরী মুম্বইয়ে আজ, শনিবার পর্দা উঠবে। দুপুরে নিলাম হতে চলেছে মহিলাদের দ্বিতীয় আইপিএলের। পাঁচ দলের এই টুর্নামেন্টে দলগুলিকে এবার দেড় কোটি টাকা করা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে পাঁচ দল থেকে ৬০ জন ক্রিকেটারকে ছাড়া হয়েছে।
৩০টি স্লটে এবার নিলাম হবে। যার মধ্যে ৯টি জায়গা থাকছে বিদেশি ক্রিকেটারদের জন্য। মহিলাদের প্রথম আইপিএল সবাইকে চমকে দিয়েছিল। পাঁচ দলের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। গতবারের নিলামে সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছিল স্মৃতি মান্ধানা। আরসিবি তাঁকে কিনেছিল ৩.৪ কোটি টাকায়।
এবার সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে বসবে গুজরাত। আর সবচেয়ে কম টাকা নিয়ে নিলামে মুম্বই। এই নিলাম থেকে ১০ ক্রিকেটার কিনতে পারবে গুজরাত।