চ্যাম্পিয়ন আরসিবি। বিরাট কোহলিরা এতদিনে যা পারেননি। মহিলাদের আইপিএলে সেটাই করে দেখালেন স্মৃতি মান্ধানা। রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লিকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি। ২২ মার্চ থেকে শুরু ছেলেদের আইপিএল। তার আগে স্মৃতির জয়ে স্বস্তি দিল বিরাটদের। আর বলা যাবে না, চ্যাম্পিয়ন নয় আরসিবি।
এবারের মেয়েদের আইপিএলে প্রায় স্বপ্নের মতো ফিরে এসেছেন স্মৃতি মান্ধানারা। রিচা ঘোষদের পারফরমেন্সে মুম্বইকে হারিয়ে ফাইনালে উঠেছিল বেঙ্গালুরু। এদিন প্রথম ব্যাট করে ১১৩ রানে অল আউট হয়ে যায় দিল্লি। বলা ভাল, একাই চার উইকেট নিয়ে দিল্লিকে গুটিয়ে দেন শ্রেয়াঙ্কা পাটিল।
জবাবে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখে চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার দল। ফাইনালে অধিনায়কের অবদান ৩৯ বলে ৩১ রান। শুক্রবার চেন্নাই থেকে শুরু হবে ছেলেদের আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই ও আরসিবি।