পাকিস্তানের (Pakistan) পর ওয়েস্ট ইন্ডিজ (West Indies )। দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-২০ বিশ্বকাপে (Women's T20 World Cup) পরপর দুটি ম্যাচে জয় পেয়েছে ভারত। কিন্তু শনিবার বড়সড় পরীক্ষার মুখোমুখি হতে চলেছে ভারতীয় মহিলা দল। কারণ এবার প্রতিপক্ষ গ্রুপের শক্তিশালী টিম ইংল্যান্ড ( England)।
পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার পথে আরও একধাপ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভারতকে জিততে হলে টপ অর্ডারের পারফরম্যান্সও আরও মজবুত করতে হবে।
আরও পড়ুন - উইকেট হারিয়েও লড়াই অস্ট্রেলিয়ার, হাফসেঞ্চুরি হ্যান্ডসকম্বের, ৩টি করে উইকেট অশ্বিন-জাদেজার
অন্যদিকে, ভারতের মতো শিরোপার দাবীদার ইংল্যান্ডও। দুই ম্যাচ পর অপরাজিত এবং সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য সেরা অবস্থানে রয়েছে এই দল। ফলে, হেদার নাইটদের সঙ্গে যে হরমনপ্রীত কৌরদের লড়াই দেখার মতো হবে তা আর বলার অপেক্ষা রাখে না।