মেলবোর্নে ভারত-পাক মহাযুদ্ধ শেষ হয়েছে ৪৮ ঘণ্টার বেশি সময় আগে। তারপরেই গত রবিবারের এই ম্য়াচ নিয়ে আলোচনা চলছে। এবার আলোচনার কেন্দ্রে এই ম্য়াচের আর এক নায়ক হার্দিক পান্ডিয়া। বল হাতে তিন উইকেট নেওয়ার পর তাঁর ব্য়াটে লেখা হয়েছে এক দুরন্ত জয়ের চিত্রনাট্য। কিন্তু কেন হঠাৎ করে আলোচনার কেন্দ্র হার্দিক ? কারণ তাঁর নেতৃত্ব। গত আইপিএলে প্রথমবার নেতা হয়ে চ্যাম্পিয়ন করেছেন গুজরাত টাইটান্সকে। এবার তাঁকেই পরবর্তী ভারত অধিনায়ক হিসাবে দেখছেন দুই কিংবদন্তি। না তাঁরা ভারতীয় নন। পাকিস্তানি। একজন ওয়াসিম আক্রাম, অন্য়জন ওয়াকার ইউনিস।
তাঁরা দু জনেই জানিয়েছেন, ভারতের পরবর্তী অধিনায়ক হার্দিক পান্ডিয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না। আক্রামের মতে, গত কয়েক বছরে ভারত যত ক্রিকেটার তৈরি করেছে, তাঁদের মধ্যে হার্দিক সম্পদ। যিনি ঠান্ডা মাথায় দল পরিচালনা করতে পারেন। এবং যিনি নিজের জীবন থেকে ক্রিকেটকে শিখেছেন। প্রায় একই মত ওয়াকারের। ইউনিসের দাবি, যে কোনও পরিস্থিতিতে হার্দিককে ফেলে দিলেও, ঠিক দলকে বার করে আনার ক্ষমতা হয়েছে পান্ডিয়ার।
হার্দিককে নিয়ে ওয়াসিম-ওয়াকারের ভাবনা প্রকাশ পেতে দুই প্রাক্তনকেই সমালোচনা হজম করতে হয়েছে। পাক মিডিয়া দাবি করেছে, নিজের দেশ ছেড়ে এখন ওয়াকার-ওয়াসিম ভারত বন্দনা ,করছেন। তাঁদের বরং আরও বেশি করে পাক ক্রিকেটে নজর দেওয়া উচিত।