নতুন জার্সিতে সেই পুরনো ভারত। যার নিট ফল ক্রিকেটের ছোট ফরম্য়াটে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের মহড়ায় নেমে মোহালিতে মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। প্রথম ব্যাট করে স্কোর বোর্ডে ২০৮ সাজিয়েও, অজিদের রুখতে পারলেন না রোহিত শর্মা। সিরিজের প্রথম ম্য়াচেই জলে গেল হার্দিক পান্ডিয়ার ৩০ বলে ৭১ রানের বিক্রম। কারণ, এক ম্য়াচে তিনটি ক্যাচ ফেলে মোহালির মাঠে দুবাইয়ের সেই স্মৃতি ফিরিয়ে আনলেন ভারতীয় ফিল্ডাররা। চার বল সঙ্গে চার উইকেট হাতে রেখে ম্য়াচ জিতল টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সিরিজে আপাতত লিড ১-০।
ভারতের রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুটা করেছিলেন ক্যামেরন গ্রিন। আর ফিনিশ করলেন অজি উইকেট কিপার ম্য়াথু ওয়েড। ৩০ বলে ৬১ রান গ্রিনের। আর সাত নম্বরে ব্য়াট করতে নেমে ওয়েডের অবদান ম্য়াচ জেতানো ২১ বলে ৪৫ রান। বিশ্বকাপের আগে ফাঁক রয়েছে অনেক, যা আবার চোখে আঙুল দিয়ে দেখাল মোহালি। বিশেষ করে ডেথ ওভারে ভুবনেশ্বর কুমারের অচল বোলিং এখনও টনক নড়াতে পারল না ভারত অধিনায়কের। ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা এই ম্য়াচেও অব্যাহত রইল। যে বিরাটকে ভয় পেয়েছিল অস্ট্রেলিয়া, সেই কোহলি এই ম্য়াচে মাত্র দুই। ভারত অধিনায়কের ব্যাটেও যেন অসময়ের দুর্ভিক্ষ।
ফিট বুমরা, কেন এই ম্য়াচে নেই, বোঝা গেল না। কেন বাদ পড়লেন ঋষভ পন্থ, তা-ও রাহুল দ্রাবিড়ের দল দেখে বোঝার উপায় নেই। তবুও চার উইকেটে ১২৬ রান থেকে ২০৮ পর্যন্ত ভারত পৌঁচ্ছেছিল একমাত্র হার্দিকের ব্যাটে। ৩০ বলে অপরাজিত ৭১ অনেক কিছুর সাক্ষ বহন করতে পারত। কিন্তু পারল না, রোহিত শর্মার বোলার এবং ফিল্ডারদের কারণে। মোহালিতে ফিরল দুবাইয়ের স্মৃতি। ক্যাচ ছেড়ে ম্য়াচও মিস করল সেই ভারত।