শনিবার থেকে ভারতীয় ক্রিকেটের নয়াদৌড়। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম থেকে শুরু হচ্ছে মহিলাদের প্রথম আইপিএল। প্রথম ম্যাচে মাঠে নামছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর। মুম্বকে নেতৃত্ব দেবেন তিনি। প্রতিপক্ষ গুজরাত জায়ান্ট। গুজরাতের অধিনায়ক বেন মুনি। দু দলেই রয়েছেন বেশ কিছু প্রথম সারির ক্রিকেটার। তাই প্রথম দিন থেকে লড়াই জমবে বলে মনে করেন ক্রিকেটপ্রেমীরা।
দীর্ঘ দিন ধরেই ভারতীয় ক্রিকেটে দাবি ছিল মহিলাদের আইপিএল নিয়ে। বোর্ড প্রেসিডেন্ট থাকার সময় মহিলাদের আইপিএল চালুর ব্যাপারে সওয়ালও করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ, তিনি মনে করেন, মহিলাদের ক্রিকেটকে বদলে দিতে পারে আইপিএল। সেইমতো বোর্ডের শেষ কর্মসমিতির বৈঠকে মহিলাদের আইপিএল চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
দিন কয়েক আগে নিলামও হয়ে গিয়েছে। আপাতত পাঁচ দলের এই টুর্নামেন্টে সবচেয়ে দামী ক্রিকেটার ভারতের স্মৃতি মান্ধানা। এখন অপেক্ষা লেটস প্লে বলার। যে পর্দা উঠতে চলেছে শনিবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে।