শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। সাজিবন সাজনার ব্যাটে এল ছয়। শুক্রবার মেয়েদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। হাফসেঞ্চুরি এল অধিনায়ক হরমনপ্রীত কৌরের ব্যাটেও। হারল দিল্লি ক্যাপিটালস।
শুক্রবার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত। শেফালি বর্মাকে ফেরান শবনিম ইসমাইল। দ্বিতীয় উইকেটে জেমাইমা ও অ্যালিস ক্যাপসির জুটি চাপে ফেলে দেয় মুম্বইকে। ৫৩ বলে ৭৫ রান করেন অ্যালাইস কাপসে। ২৪ বলে ৪২ রান করেন জেমাইমা রড্রিগেজ।
আরও পড়ুন: সাংসদ পদ থেকে ইস্তফা, সময় ও পরিস্থিতিই উত্তর দেবে, বললেন মিমি চক্রবর্তী
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন হায়লি ম্যাথিউজ। কিন্তু ইয়াস্তিকা ভাটিয়া ও হরমনপ্রীত কাউর দুজনেই হাফসেঞ্চুরি করেন। আমেলিয়া কের করেন ১৮ বলে ২৪ রান। শেষ বলে ৬ মেরে রুদ্ধশ্বাস ম্যাচ জেতান সাজিবন সাজানা।