শনিবার WPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে ৭ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। দলে ছিলেন না অধিনায়ক হরমনপ্রীত কৌর। কিন্তু অধিনায়ককে ছাড়াই অলরাউন্ড পারফরম্যান্স টিমের। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেন ন্যাট শিভার ব্রান্ট। ২৯ বল আগেই প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই। ব্যাট হাতে ব্যর্থ স্মৃতি মান্ধানা। মাত্র ৯ রান করে ফেরেন তিনি। রান পাননি সোভি ডিভাইন। তাই শুরুটা ভাল হয়নি আরসিবি-র। এলিস পেরি খেলা শুরু করলেও রিচা ঘোষও ফেরেন তাড়াতাড়ি। পেরির ব্যাটে আসে ৪৪ রান। শেষদিকে জর্জিয়া ওয়্যারহ্যাম করেন ২৭ রান। ১৩১ রানে শেষ হয় আরসিবি-র ইনিংস।
আরও পড়ুন: মুখপাত্র পদে গৃহিত কুণালের ইস্তাফা, রাজ্য সম্পাদককে শো-কজের পথে তৃণমূল
জবাবে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারেই রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ইয়াস্তিকা ভাটিয়া ১৫ বলে ৩১ রান করেন। ২১ বলে ২৬ রান করেন হায়লে ম্যাথিউজ। ব্রান্টের ব্যাটে আসে ২৭ রান। ২৪ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস আসে আমেলিয়া কেরের ব্যাটে। তিন উইকেটে ১৩৩ রান তুলে নেয় মুম্বই।