চলতি মরশুম জোড়া হারে শুরু করেছিল ইউপি ওয়ারিয়ার্স। পরিকল্পনা বদলাতেই সাফল্য পেল দল। ৬ উইকেটে হারাল গুজরাত টাইটান্সকে। বিধ্বংসী ইনিংস গ্রেস হ্যারিসের।
এদিন প্রথমে ব্যাট করে গুজরাত টাইটান্স ১৪২ রান তোলে। অ্যাশলে গার্ডনার ১৭ বলে ৩০ রান করেন। এদিন ইউপি ওয়ারিয়ার্সের হয়ে ওপেন করতে আসেন কিরণ নবগীর। অধিনায়ক অ্যালিসা হিলির সঙ্গে ৪২ রানের জুটি গড়েন কিরণ। ৩৩ বলে ৬০ রান করে ম্যাচ জিতিয়ে ফিরলেন গ্রেস হ্যারিস।
আরও পড়ুন: জামশেদপুরকে ৩-০ গোলে হারিয়ে আইএসএলে দু নম্বরে মোহনবাগান