WPL-এর উদ্বোধনে চমক। শনিবার জমকালো উদ্বোধনের মাধ্যমে শুরু হবে মেয়েদের প্রিমিয়ার লিগ। বলিউডের কোন কোন অতিথি থাকবেন, তার তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে। কোথায় দেখা যাবে খেলা। কখন শুরু হবে ম্যাচ। দেখে নিন এক ঝলকে।
মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডয়ামে উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গুজরাত জায়ান্টস। সেই ম্যাচের আগেই ঠাসা উদ্বোধনী অনুষ্ঠান থাকছে। মঞ্চে দেখা যাবে কিয়ারা আদবানি, কৃতি শ্যানন। থাকবেন ইন্দো-কানাডিয়ান পপ গায়ক এপি ধিঁল্লো।
উদ্বোধনী ম্যাচেই ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিল আইপিএল। আইপিএলের থিম সংও জনপ্রিয় হয়ে উঠেছিল। WPL নিয়েও একই ভাবনা বিসিসিআইয়ের। WPL-এর ম্যাসকট বের করেছে বিসিসিআই। থাকবে আলাদা অ্যান্থেমও। জনপ্রিয়তা বাড়াতে টিকিটের দাম কম করা হয়েছে। সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।
WPL উদ্বোধনী অনুষ্ঠান
বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হবে মেয়েদের প্রিমিয়ার লিগ।
কোথায় দেখা যাবে
জিও সিনেমা ও স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ।
কীভাবে টিকিট কাটবেন
বুক মাই শো অ্য়াপের মাধ্যমে ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। শনিবার উদ্বোধনের টিকিটও পাওয়া যাচ্ছে।