গুজরাত ও লখনউ ম্যাচে উল্টো ট্রাউজার পরে মাঠে নামলেন ঋদ্ধিমান সাহা। ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ঋদ্ধি। এরপর টিমের সঙ্গে ফিল্ডিং করার জন্য তৈরি ছিলেন শ্রীকর ভরত। কিন্তু হঠাৎ ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসতে দেখা যায় ঋদ্ধিকে। সেই সময় দেখা যায়, উল্টো ট্রাউজার পরেই এসেছেন ঋদ্ধি। কিন্তু মাত্র ২ ওভার কিপিং করেই উঠে যান।
গুজরাতের ইনিংস শেষ হওয়ার পর লখনউ ক্রিজে নামে। সেই সময় ঋদ্ধিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। দলের নির্দেশ পেয়ে গ্লাভস পরে তৈরি ছিলেন শ্রীকর ভরত। কিন্তু আম্পায়ার ঋদ্ধির বদলে শ্রীকর ভারতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করার অনুমতি দেয়নি। এরপরই ঋদ্ধিকে তড়িঘড়ি নামতে হয়। মাঠে নামার পরই তাঁর কাঁধে হাত রেখে কিছু বলেন হার্দিক। তখনই বোঝা যায় আসল ঘটনা। তাড়াহুড়ো করে নামার সময় উল্টো ট্রাউজার পড়েছেন ঋদ্ধি।
ঋদ্ধির কান্ড দেখে দলের বাকিরাও তখন মাঠে হাসতে থাকেন। কিন্তু ২ ওভার কিপিং করে কেন মাঠ ছাড়লেন ঋদ্ধি। বড় ইনিংস খেলার পর চোট পেয়েছেন কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছেই।