ইডেনে মনোজ তিওয়ারিকে বিদায়বেলা। সিএবি যে সংবর্ধনা দেয়, সেখানে দেখা যায়নি ঋদ্ধিমান সাহাকে। ভিডিয়োবার্তাতেও দেখা যায়নি। প্রশ্ন উঠেছিল, ঋদ্ধি কি মনোজকে ভুলে গিয়েছেন। কিন্তু ইডেনে না থেকেও মনোজ পাশে পেলেন কেরিয়ারের দীর্ঘদিনের বন্ধুকে।
নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন ঋদ্ধিমান সাহা। ওই ছবিতে বাংলার জার্সি পরে দেখা যায় দুই তারকা ক্রিকেটারকে। ক্যাপশানে ঋদ্ধি লেখেন, "প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান ও লম্বা কেরিয়ারের জন্য শুভেচ্ছা।" কেরিয়ারের সব থেকে বেশি সময় জুড়ে তাঁর সঙ্গে খেলেছেন। সেই প্রত্যেক মুহূর্ত উপভোগ করেছেন বলেও লেখেন ঋদ্ধি। আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। পাল্টা উত্তর দিতে ঋদ্ধিকে ধন্যবাদ জানিয়েছেন মনোজ তিওয়ারি। তিনি লেখেন, "সুপারম্যান ঋদ্ধি, ধন্যবাদ।"
আরও পড়ুন: 'জীবনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা', ইনস্টাগ্রামে অশ্বিনকে নিয়ে আবেগঘন পোস্ট তাঁর স্ত্রীর
রবিবার সকালে ইডেনে বিহার ম্যাচ জিতে মনোজ তিওয়ারিকে কাঁধে তোলেন সতীর্থরা। বিকেলের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বাংলা দলের সদস্যরা। অধিনায়ক মনোজকে নিয়ে ছবিও তোলেন।