বাংলার কোচ অরুণ লাল(Arun Lal) ঋদ্ধিমানকে ফোন করেছিলেন, বলেছিলেন খেলতে। মাঠে নেমে জবাব দিতে। কিন্তু ঋদ্ধি কথা রাখলেন না।
বাংলার হয়ে রঞ্জি ট্রফির নক আউট পর্বে খেলবেন না ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। বৃহস্পতিবার এমনটাই জানাল CAB । গ্রুপ পর্বে বাংলার দ্বিতীয় উইকেটরক্ষক ছিলেন শাকির হাবিব গান্ধী(Saqib Habib Gandhi)। ঋদ্ধির পরিবর্তে তাঁকেই খেলতে নিয়ে যাওয়া হতে পারে।
বৃহস্পতিবার সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া (Avisek Dalmia)সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সিএবি চেয়েছিল ঋদ্ধিমান বাংলার হয়ে খেলুক। রঞ্জি নক আউটের কঠিন লড়াইয়ে তাঁকে দলে চেয়েছিলাম আমরা। ঋদ্ধিমানকে আমি সেই কথা বলেও ছিলাম। ওঁর না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু ঋদ্ধিমান জানিয়ে দিয়েছেন যে তিনি খেলবেন না।”
জানা গিয়েছে, বাংলার এক ক্রিকেট সম্প্রতি ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন আর তাতেই ক্ষেপে যান ঋদ্ধি। এরপরই ঋদ্ধি জানিয়ে দেন ,তিনি ব্যক্তিগত কারণে রঞ্জির গ্রুপ পর্বে খেলতে পারবেন না। এমনকি বাংলা নক আউটে উঠলেও ঋদ্ধি খেলতে রাজি ছিলেন না । জানা গিয়েছে , ঋদ্ধি বাংলার ক্রিকেট দলের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকেও নাকি বেরিয়ে গিয়েছেন।
ঋদ্ধিমান বাংলার হয়ে খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল।এবার CAB স্পষ্ট করে দিল ঋদ্ধি বংলার হয়ে খেলছেন না।