জ্যাজ বলের পাল্টা দেখেছে বাজবল। এবার সেই জ্যাজ বলেই ভারতীয় ক্রিকেটে ভেঙে গেল দ্য ওয়ালের রেকর্ড। প্রায় বাইশ বছর আগে ইংরেজদের মাঠেই তিনটি টেস্টে ৬০০-এর বেশি রান করেছিলেন রাহুল দ্রাবিড়। তিনি এখন ভারতীয় দলের কোচ। ভারতের মাটিতে শনিবার সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী জয়সওয়াল।
রাঁচিতে ৭৩ রান করে আউট হন ভারতীয় ব্যাটার। তাঁর এই রানেই ভেঙে গেল দ্রাবিড়ের রেকর্ড। চার ম্যাচে যশস্বীর রান এখন ৬১৮। এই টেস্টের আরও একটি ইনিংস বাকি রয়েছে। সঙ্গে রয়েছে আরও দুটি টেস্ট ম্যাচ। তাহলে কী, যশস্বী ব্যাটেই ভেঙে যাবে বিরাটের রেকর্ডও ?
কারণ, যে মেজাজে জয়সলওয়াল ব্যাট করছেন, তাতে অবাক হওয়ার কিছু নেই বলেই দাবি প্রাক্তনদের। আজ থেকে আট বছর আগে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের রান ছিল ৬৫৫। এখন সেই রেকর্ড অক্ষত থাকবে কীনা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।