দ্বিতীয় সন্তানের বাবা হলে যুবরাজ সিং। শুক্রবার সদ্যোজাতের ছবি শেয়ার করেছেন যুবি। যুবরাজ সোশ্যাল মিডিয়ায় লেখেন, কত নিদ্রাহীন রাত এবার পরিপূর্ণ হল। আমাদের প্রিন্সেসকে স্বাগত। পরিবার সম্পূর্ণ হল।
এর আগে পুত্র সন্তান হয় যুবরাজ ও হেজেল কিচের। তাঁর নাম অরিয়ন। এবার সদ্যজাত কন্যাসন্তানের নামও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন যুবি। তাঁর নাম রাখা হয়েছে অরা। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়ে ফেলেছেন যুবি। এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক।
আরও পড়ুন: বেঙ্গালুরুর ক্যাম্পাসে বিরাট কোহলি, উচ্ছ্বাসে ভাসল জনতা, দেখুন সেই ভিডিয়ো