আইপিএলের ময়দানে নামতে পারেন যুবরাজ সিং। জল্পনা এমনটাই। শোনা যাচ্ছে, গুজরাত টাইটান্সের কোচ হিসেবেই নাকি আইপিএলে ফিরবেন যুবরাজ সিং। সেক্ষেত্রে আর এই পদে দেখা যাবে না আশিস নেহেরাকে।
আসন্ন আইপিএলের আগে অনেক কিছুই বদল হতে চলেছে। নিলামে অনেক তারকা ক্রিকেটারদেরই দল বদল হতে চলেছে। এর মধ্যেই জোর গুঞ্জন। ২০২৫ আইপিএলের আগে বদল হতে চলেছে গুজরাত টাইটান্সের হেড কোচেরও। পদ থেকে সরে যাচ্ছেন আশিস নেহরা। তাঁর বদলে এই পদের দায়িত্ব পেতে চলেছেন যুবরাজ সিং। যদিও এখনও সরকারি ভাবে কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
২০২২ সালে প্রথমবার আইপিএলের ময়দানে নামে গুজরাত টাইটান্স। ওই মরশুম থেকেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িয়ে ছিলেন আশিস নেহরা ও বিক্রম সোলাঙ্কি। দলের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সোলাঙ্কি। প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হয় গুজরাত। ২০২৩ মরশুমে রানার্স আপও। কিন্তু শোনা যাচ্ছে, আগামী মরশুমের আগে দু'জনেই দায়িত্ব ছাড়তে চলেছেন।
আইপিএলের দলগুলিতে গত সিজন থেকেই শুরু হয়েছে ওলটপালট। ২০২৪ আইপিএলে গুজরাট শিবির ত্যাগ করে মুম্বই ইন্ডিয়ান্সের ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাতকে চ্যাম্পিয়ন বানানো অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফলে হার্দিকের আচমকাই দলের হাত ছেড়ে দেওয়ার কারণে অনেকেই মনে করেছিলেন গুজরাতকে অথৈ জলে পড়তে হবে।
হার্দিকের পর কে হতে পারেন গুজরাট টাইটান্সের নয়া অধিনায়ক, তা নিয়েও বিস্তর আলোচনা তৈরি হয়েছিল। এরপর অধিনায়ক করা হয়েছিল শুভমান গিলকে। কিন্তু ক্যাপ্টেন হিসেবে অভিষেকটা ভাল যায়নি শুভমন গিলের। চলতি আইপিএলে সেভাবে নজর কাড়তে পারেনি গুজরাত টাইটান্স।