অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপে ফের অঘটন। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারাল জিম্বাবোয়ে। ১৩০ রান ডিফেন্ড করতে নেমে চাপে পড়েও শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে। ১২৯ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩০ রান তোলে জিম্বাবোয়ে। একাই ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন পাক বোলার মহম্মদ ওয়াসিম। ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন শাদাব খান। ১৩০ রানে শেষ হয় জিম্বাবোয়ের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করতে পারেনি পাকিস্তান। আউট হয়ে ফেরেন টিমের দুই ওপেনার মহম্মদ রিজওয়ান ও বাবর আজম। ৩৮ বলে ৪৪ রান করেন শান মাসুদ। শেষদিকে নাওয়াজ ও ওয়াসিম অনেকটাই জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন। শেষ বলে বাকি ছিল ২ রান। উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতে নেয় জিম্বাবোয়ে।
আরও পড়ুন: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সিডনিতে নেদারল্যান্ডকে ৫৬ রানে হারাল ভারত
ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিল। জিম্বাবোয়ের বিরুদ্ধে হেরে বিশ্বকাপে বেশ চাপে পড়ে গেল বাবর আজমরা। গ্রুপে এরপর তিনটে ম্যাচ জিততেই হবে তাঁদের।