ডেঙ্গি আক্রান্ত হয়ে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি শুভমন গিল । তাঁর প্লেটলেট কমছে বলে জানা গিয়েছে । শুভমনের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা । সেক্ষেত্রে পাকিস্তান ম্যাচেও কার্যত অনিশ্চিত শুভমন গিল ।
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে দিল্লি পৌঁছে গিয়েছে ভারতীয় দল । কিন্তু, শেষ মুহূর্তে দলের সঙ্গে দিল্লি আসতে পারেননি শুভমন । এখবর সোমবারই প্রকাশ্যে এসেছে । তাঁর প্লেটলেট এতটাই কমে গিয়েছিল যে, তাঁকে শেষপর্যন্ত চেন্নাইয়েরই একটি হাসপাতালে ভর্তি করানো হয় । বোর্ডের চিকিৎসক রিজওয়ান খান শুভমনের চিকিৎসা করছেন । ব্যাটারকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
সোমবারই টুইট করে জয় শাহ জানিয়েছিলেন, আফগানিস্তান ম্যাচেও পাওয়া যাবে না শুভমনকে । বিশ্রাম নেওয়ার জন্য শুভমনকে চেন্নাইয়ে রেখে দেওয়া হয়েছে। শুভমনের স্বাস্থ্যের উপর নজর রাখছেন ভারতীয় ক্রিকেটের মেডিক্যাল দল। যদিও পরে জানা যায়, হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে । তবে, বোর্ডের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি । উল্লেখ্য, বিশ্বকাপের আগে থেকেই ডেঙ্গি আক্রান্ত শুভমন। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি। এবার আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান ম্যাচেও তিনি কার্যত অনিশ্চিত ।