সৌদি প্রো লিগের একটি মরশুমে ৩৫ টি গোল! রেকর্ড গড়লেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিগের শেষ ম্যাচে আল নাসেরের হয়ে দু'টি গোল করলেন রোনাল্ডো। তাতেই নয়া রেকর্ড। এর আগে ২০১৮-১৯ মৌসুমে ৩৪ গোল করে রেকর্ড গড়েছিলেন মরক্কোর আব্দুররাজ্জাক হামদাল্লাহ। তাঁকে ছাপিয়ে গেলেন রোনাল্ডো।
যদিও ৩৯ পেরনো রোনাল্ডোর কাছে নিত্যনতুন রেকর্ড গড়া তেমন বড় কোনও ব্যাপার নয়, তাই তো নয়া নজির গড়েই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখলেন, 'আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে"।
তবে এত কিছুর পরেও একটি স্বপ্ন অধরাই থাকল রোনাল্ডোর। দুর্ধর্ষ ফুটবল কেরিয়ারে দেশের জার্সিতে একবারো বিশ্বকাপ জিরতে পারেননি রোনাল্ডো।