সৌদি আরবের ক্লাব আল নাসেরে (Al Nssr) যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কিন্তু ইউরোপ ছেড়ে আচমকা এশিয়ার ক্লাবে কেন গেলেন সিআর সেভেন? বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বজয়ী আর্জেন্টিনাকে (Argentina) হারিয়েছিল সৌদি আরব (Saudi Arabian)। আর বিশ্বকাপের পরেই রোনাল্ডো সেই দেশের ক্লাবে যোগ দিলেন। যদিও এর কারণটা নিজেই জানিয়েছেন তিনি।
তাঁর কথায়, সৌদি আরবে পুরুষ ও মহিলাদের ফুটবলের উন্নতির জন্য আল নাসের ক্লাব অনেক পরিকল্পনা নিয়েছে। এছাড়াও বিশ্বকাপে সৌদির পারফরম্যান্সের সকলে দেখেছে। তাঁদের প্রতিভা রয়েছে। সেই কারণে সৌদি আরব রোনাল্ডোকে আকৃষ্ট করেছে।
আরও পড়ুন- জানুয়ারিতেই মুখোমুখি হতে পারেন মেসি ও রোনাল্ডো!
কিন্তু, চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে একমাত্র একটি ম্যাচ জিতেছে সৌদি আরব। আর সেই ম্যাচ ছিল আর্জেন্টিনার বিরুদ্ধে, মেসিদের বিরুদ্ধে। তবে, কি সেই ম্যাচের কথাই বলতে চাইলেন রোনাল্ডো? ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে এই নিয়ে।