ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার পরেই প্রস্তাব এসেছিল তাঁর কাছে। এবার, সৌদি আরবের ক্লাব আল নাসারে প্রায় ৫০০ মিলিয়ন ইউরোর (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ২১৯ কোটি টাকা) বিনিময়ে যাওয়ার ব্যাপারে সম্মতি জানালেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নভেম্বর মাসের শুরুতে পিয়ের্স মরগ্যানের সঙ্গে বিতর্কিত সাক্ষাৎকারের পরেই ম্যান ইউ থেকে রোনাল্ডোর বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই জল্পনায় সীলমোহর দিয়েছেন তারকা স্বয়ং। দিন কয়েক আগেই।
উল্লেখ্য, রোনাল্ডোর ব্যাপারে যে যে দল আগ্রহ প্রকাশ করেছিল, তাদের মধ্যে চেলসি, ইন্টার মিলান, এসি মিলানের মতো দলের নাম শোনা যাচ্ছিল। কিন্তু কেউই কোনও চুক্তির অঙ্ক দেয়নি। যদিও, চেলসি এবং বেয়ার্ন রোনাল্ডোর ব্যাপারে প্রাথমিকভাবে আগ্রহী হলেও, তারপরে ওই তালিকা থেকে নিজেদের সরিয়ে নেয় তারা।
মঙ্গলবারই বেয়ার্ন মিউনিখের সিইও অলিভার কান বলেন, "রোনাল্ডোকে আমরা সকলেই ভালোবাসি। কিন্তু, ও আমাদের দলের সঙ্গে মানানসই হবে না"।
আরবের ক্লাব আল নাসের ৩৭ বছরের তারকা ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি করতে আগ্রহী বলে জানিয়েছিল আমেরিকার এক সংবাদমাধ্যম। রোনাল্ডো সেই চুক্তিতে আগ্রহী কি না তা জানতে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানানো হয়েছিল আগে। তবে, সূত্রের খবর, প্রাথমিক চুক্তিপত্রে ইতিমধ্যেই সই করে ফেলেছেন তিনি।