খেলার মাঠে ফের মেজাজ হারালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) । মঙ্গলবার কিংস কাপের সেমিফাইনাল ছিল । খেলার ফলাফল অবশ্য সিআর সেভেনদের (CR7) পক্ষেই গিয়েছে। আভাকে ৩-১ গোলে হারিয়েছে রোনাল্ডোর দল। কিন্তু মেজাজ হারানোয় কার্ড দেখতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
খেলা তখন প্রথম হাফের রেগুলেশন টাইম পেরিয়ে অ্যাডিশনাল টাইমে গড়িয়েছে। ২-০ গোলে এগিয়ে রয়েছে আল নাসর। রেগুলেশন টাইমের পর রেফারি ২ মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন। ৪৭ মিনিট নাগাদ বল যায় রোনাল্ডোর পায়ে। অনেকটা নীচে নেমে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই কাউন্টার অ্যাটাক আনেন। যখন প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে প্রায় তিনি ভেঙে ফেলবেন বলে মনে করা হচ্ছিল, ঠিক তখনই ৪৭ মিনিট পেরিয়ে যাওয়ার পর রেফারি হাফ টাইমের বাঁশি বাজান। আর ব্যস, তাতেই মেজাজ হারিয়ে বলে লাথি মারেন রোনাল্ডো। চোখে-মুখে একরাশ বিরক্তি নিয়ে শূন্যে হাতও ছোঁড়েন। আর এটি নজর এড়ায়নি রেফারির। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে রোনাল্ডোকে হলুদ কার্ড দেখান তিনি। হাফ টাইমে মাঠ ছেড়ে বেরোনোর সময় রোনাল্ডোকে বেশ উত্তেজিত হতেও দেখা গিয়েছিল।
এরপর দ্বিতীয় হাফেও রোনাল্ডোর বিরক্তির বহিঃপ্রকাশ দেখা যায় আরও একবার। খেলা তখন অনেকটা এগিয়ে গিয়েছে। ৩-১ গোলে এগিয়ে রয়েছে আল নাসর। সেই সময় অহেতুক আর অ্যাটাকে যাওয়ার প্রয়োজন ছিল না বলেই মনে করেছিল দল। তাই রোনাল্ডোকে তুলে নেওয়া হয়। আর সেই সময়েই আবারও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
যদিও এটাই প্রথম নয়। অতীতে বহুবার রোনাল্ডোকে মেজাজ হারাতে দেখা গিয়েছে। সৌদি ফ্যানেদের কাছেও এ দৃশ্য নতুন নয়। গত বৃহস্পতিবার অল ইতিহাদের কাছে আল নাসরের ১-০ গোলে হারের পর জলের বোতলের উপরের রোনাল্ডোর যে রাগ বেরিয়ে এসেছিল, তা সবাই দেখেছেন। তারপর মঙ্গলবার আবারও মেজাজ হারালেন পর্তুগীজ গোল মেশিন।