জল্পনা ছিলই । এবার তা বাস্তবায়িত হল । সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । বিশ্বকাপ চলাকালীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সি আর সেভেনের (Cristiano Ronaldo) । বিশ্বকাপ জয়ের স্বপ্নও পূরণ হয়নি । এই পরিস্থিতিতে রোনাল্ডোর ক্লাব ফুটবলেপ ভবিষ্যৎ কী হতে চলেছে, সেদিকেই তাকিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা । অবশেষে সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল-নাসেরে (Al-Nassr) যোগ দিচ্ছেন রোনাল্ডো ।
সৌদি আরবের এই ক্লাবের তরফে রোনাল্ডোর যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা করেছে । দলের জার্সি হাতে নিয়ে রোনাল্ডোর একটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছে তারা । সৌদি আরবের এই ক্লাবে যোগ দেওয়ার জল্পনা বেশ কয়েকদিন ধরেই চলছিল । রোনাল্ডো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁকে সৌদির একটি ক্লাব ৩০৫ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে । এরপরই প্রকাশ্যে আসে আল নাসার এফসির কথা । যদিও পরে শোনা যায়, তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন । কিন্তু অবশেষে, সৌদি আরবেই পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলেন সি আর সেভেন ।
আরও পড়ুন, Rishabh Pant accident: ঋষভ পন্থকে বাঁচিয়ে 'নায়ক' বাসচালক জানালেন ক্রিকেটারকে চিনতেনই না তিনি
রোনাল্ডোর ব্যাপারে যে যে দল আগ্রহ প্রকাশ করেছিল, তাদের মধ্যে চেলসি, ইন্টার মিলান, এসি মিলানের মতো দলের নাম শোনা যাচ্ছিল। কিন্তু কেউই কোনও চুক্তির অঙ্ক দেয়নি। যদিও, চেলসি এবং বেয়ার্ন রোনাল্ডোর ব্যাপারে প্রাথমিকভাবে আগ্রহী হলেও, তারপরে ওই তালিকা থেকে নিজেদের সরিয়ে নেয় তারা।