ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রাজিল (Brazil)। ৭৭ তম গোল করে পেলেকে ছোঁয়ার আনন্দ, নিমেষে বদলে যায় বিশ্বকাপ না ছুঁতে পারার যন্ত্রণায়। মাঠেই কান্নায় ভেঙে পড়েন নেইমার (Neymar), সতীর্থদের সান্ত্বনাতেও তখন নিজেকে সামলাতে পারছেন না তিনি। অঝোরে কাঁদছেন। অন্যদিকে গ্যালারির অন্যপ্রান্ত তখন ভাসছে ক্রোট সমর্থকদের জয়ের আনন্দ, উল্লাসে। কিন্তু ক্রোয়েশিয়ার ছোট্ট 'লিও' তখন গা ভাসালেন না।
নেইমারের স্বপ্নভাঙার কষ্টটা যেন খানিক নাড়িয়ে দিয়ে গেল তাঁকেও। ব্রাজিলের দুই নিরাপত্তারক্ষীকে পাশ কাটিয়েই ক্রোয়েশিয়ার জার্সি পরা ছোট্ট লিও হাত নেড়ে ডাকেন নেইমারকে। তাঁর ডাকে সাড়া দিয়ে চোখ মুছতে মুছতেই এগিয়ে এলেন নেইমার। তাকে জড়িয়ে ধরলেন বুকে।
জানা যায় ওই ছোট্ট লিও আসলে ক্রোট প্লেয়ার ইভান পেরিসিচের ছেলে। জয়ের সেলিব্রেশন ছেড়ে নেইমারকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন তিনি। ৯০ মিনিট শেষে দুই প্রতিপক্ষের এহেন সম্প্রীতির নজির দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের। ভিডিয়োও হয়েছে ভাইরাল।