রুদ্ধশ্বাস ম্যাচে ১১ রানে জিতল পাঞ্জাব কিংস(PBKS)। প্রথমে ব্যাট করে পাঞ্জাবের ইনিংস থামে ১৮৭ রানে। শিখর ধাওয়ানের(Shikhar Dhawan) অনবদ্য ৮৮ রানের সুবাদে খুব লড়াই করার মতো রান খাড়া করে পাঞ্জাব। যোগ্য সঙ্গত করেন রাজাপক্ষে(Bhanuka Rajapaksa)। কিন্তু অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর।
দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় জাডেজার(Ravindra Jadeja) চেন্নাই। মাত্র একরানে প্যাভিলিয়নে ফেরেন রবিন উথাপ্পা(Robin Uthappa)। এরপর স্যাণ্টনির, শিভম দুবেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। এরপর একা লড়াই চালিয়ে যান অম্বতি রায়ডু(Ambati Rayudu)। তাঁকে ভরসা দেওয়ার আগেই ঋতুরাজ গায়কোয়াড়কে(Ruturaj Gaikwad) তুলে নেয় পাঞ্জাব। অধিনায়ক জাডেজা ফেরেন মাত্র ২১ রানে।
শেষ ভরসা ধোনীও(MS Dhoni) আজ আর রক্ষা করতে পারলেন না দলকে। আগের ম্যাচে ফিনিশার ধোনীর প্রত্যাবর্তন আর ঘটল না এই ম্যাচে। তিনিও ড্রেসিংরুমে ফেরেন মাত্র ১২ রানে। তবে শেষ ওভার পর্যন্ত টানটান এই উত্তেজনাকে জিইয়ে রাখেন একা রায়ডু(Ambati Rayudu)। তাঁর অনবদ্য ব্যাটিং সৌজন্যেই চেন্নাইয়ের রান গিয়ে থামে ১৭২ রানে।