IPL 2022, CSK vs RR: ঐতিহ্যবাহী ব্রেবোর্নে মুখোমুখি রাজস্থান ও চেন্নাই, শেষ ম্যাচে জয় পেতে মরিয়া দুই দল

Updated : May 19, 2022 17:40
|
Editorji News Desk

শুক্রবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে চলতি আইপিএলে (IPL 2022) তাদের শেষ ম্যাচ খেলতে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে এই দুই দল নিজেদের মধ্যে খেলেছে মোট ২৭'টা ম্যাচ। তার মধ্যে রাজস্থান রয়্যালস জিতেছে ১১'টিতে। চেন্নাই সুপার কিংসের ঝুলিতে রয়েছে ১৬'টি জয়। এই দুই দলের শেষ পাঁচটি ম্যাচে রাজস্থান এগিয়ে। তারা জিতেছে তিনটিতে। রাজস্থান রয়্যালস তাদের আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছিল। যশস্বী জয়সওয়ালের ৪১ এবং দেবদত্ত পাডিক্কালের ৩৯ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তারা তোলে ১৭৮ রান। দীপক হুডার লড়াকু ৫৯ রান সত্ত্বেও ম্যাচটি জিততে পারেনি লখনউ। তাদের ইনিংস থেমে যায় ১৫৪ রানে।

আরও পড়ুন: লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে প্লে অফের স্বপ্ন শেষ নাইটদের 

অন্যদিকে, তাদের আগের ম্যাচে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) কাছে হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড়ের ধীরগতির ৫৫ রানের সুবাদে স্কোরবোর্ডে কোনওমতে ১৩৩ রান যোগ করে তারা। ঋদ্ধিমানের দুর্ধর্ষ ৬৭ রানে ভর করে ম্যাচটি ৩ উইকেটে জিতে গিয়েছিল গুজরাট টাইটান্স। 

চলতি আইপিএলে (IPL 2022) সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস ১৩'টি ম্যাচ খেলে জিতেছো ৮'টি ম্যাচে। ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের উপরের দিকে রয়েছে তারা। এখনও প্লে-অফে পৌঁছতে না পারলেও তাদের প্লে-অফে যাওয়া প্রায় নিশ্চিত। 

ঠিক বিপরীত স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই ইতিমধ্যেই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। ১৩ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে হেরেছে তারা। ৮ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের তলায় রয়েছে হলুদ জার্সি। নেট রানরেট -০.২০৬। শেষ ম্যাচে জয় পেয়ে একটু ভদ্রস্থ জায়গায় পৌঁছতে পারে কি না, এখন সেটাই দেখার।

IPL 2022RRCSK

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া