CSK vs SH preview: আইপিএলে আজ দক্ষিণের ডার্বি, খাতা খুলতে চান জাডেজা ও উইলিয়ামসন

Updated : Apr 08, 2022 13:02
|
Editorji News Desk

আইপিএলে (IPL 2022) এখনও একটিও ম্যাচ জিততে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। শনিবারের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। একটা ব্যাপার অন্তত নিশ্চিত, শনিবার এদের মধ্যে কোনও একটি দল পয়েন্টের খাতা খুলবেই। চেন্নাই সুপার কিংস (CSK) চলতি আইপিএলে (IPL 2022) তাদের প্রথম তিনটি ম্যাচেই বিচ্ছিরিভাবে হেরেছে। আইপিএলে ইতিহাসে কখনও এমন বিপর্যয়ের সম্মুখীন হতে হয়নি ধোনির (MS Dhoni) দলকে।

আরও পড়ুন: অর্থমনর্থম! টাকাপয়সা সংক্রান্ত ঝামেলার জন্য ছেলেকে জ্যান্ত জ্বালিয়ে দিল প্রৌঢ়, দেখুন ভিডিয়ো

শনিবার সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) হারাতে যে তারা বদ্ধপরিকর থাকবে, তা বলাই সঙ্গত। লিগ টেবিলে একটি সম্মানজনক স্থান পাওয়ার জন্য চেন্নাইয়ের (CSK) এখন দরকার প্রকৃত ধামাকা। তাদের দ্বিতীয় ম্যাচটিতে ২০০'র ওপর রান করেও জিততে পারেনি সিএসকে। বিশেষজ্ঞদের মতে, অবিলম্বে চেন্নাই দলে (CSK) কিছু ইতিবাচক বদলের প্রয়োজন। নইলে খাদের কিনারে চলে যাওয়া দলকে আর টেনে তোলা যাবে না।

তবে, টিম ম্যানেজমেন্টকে এখন যা ভাবাচ্ছে, তা হল, দলে এমন কোনও পারফরম্যান্স চলতি আইপিএলে (IPL 2022) এখনও পর্যন্ত নেই, যা পাহাড় ভাঙার কাজটি করবে। চেন্নাই দলের মইন আলি, ডোয়াইন প্রিটোরিয়াস, ক্রিস জর্ডন এবং ডোয়ান ব্র্যাভোর পারফরম্যান্স নিয়েও চিন্তিত ম্যানেজমেন্ট। যদিও, ব্র্যাভোকে (Dwayne Bravo) পরের ম্যাচে বসানো নিয়ে একটি জল্পনা চলছে।

আইপিএলের (IPL 2022) ইতিহাসের সবথেকে বেশি উইকেটশিকারি বোলার হওয়ার রেকর্ড স্পর্শ করেন ডোয়েন ব্র্যাভো কয়েকদিন আগেই। কিন্তু, তার বদলে দলের অন্দরে এখন চাহিদা বেশি মহিশ থিকসেনার। যিনি পাওয়ার প্লে, মাঝের ওভার এবং ডেথ ওভারগুলিতে দারুণ বল করতে পারেন।

অন্যদিকে, চেন্নাইয়ের (Chennai Super Kings) দুই ভারতীয় পেসার মুকেশ চৌধুরী ও তুষার দেশপান্ডের পারফরম্যান্স নিয়েও চিন্তিত ম্যানেজমেন্ট। পরের ম্যাচে তাঁদের দুজন বা একজনের ওপর কোপ পড়তে পারে বলে খবর। 

অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ব্যাটাররা তাঁদের দক্ষতার কিছু নমুনা পেশ করলেও এখনও পর্যন্ত তাঁদের নামের প্রতি পূর্ণ সদ্ব্যবহার করতে পারেননি। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) সঙ্গে ভুবনেশ্বর কুমার, টি নটরাজন এবং ওয়াশিংটন সুন্দর অত্যন্ত আঁটোসাঁটো বোলিং করলেও আসলে তাদের টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রেখেছে তাদের ব্যাটিং। কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান এবং অ্যাডেন মার্করাম এখনও তেমনভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারেননি দলের ব্যাটিং-এ।

Chennai Super KIngsSunrisers HyderabadIPL 2022

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া