কমনওয়েলথ গেমসে ভারতের অবিনাশ সাবলে (Avinash Sable) পুরুষদের 3000 মিটার স্টিপলচেসে রুপো জিতে অ্যাথলেটিক্স ইভেন্টে ভারতকে চতুর্থ পদক এনে দিয়েছেন।
অবিনাশ ৮:20:11 মিনিট সময় নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। ইভেন্টে এই সময় তাঁর ব্যক্তিগত সেরা এবং নতুন জাতীয় রেকর্ড।
CWG 2022:মেয়েদের ১০ হাজার মিটার হাঁটায় রুপো ভারতের প্রিয়াঙ্কার
অবিনাশ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। তবে কমনওয়েলথ গেমসে এবার তাঁর ফরম্যান্স যথেষ্ট ভালো। তিনি আর একটু ভালো সময় করলেই সোনার পদক নিতে পারতেন। কেনিয়ার আব্রাহাম কিবিওত অবিনাশের থেকে মাত্র কয়েক মিলিসেকেন্ড এগিয়ে সোনা জেতেন।