কমনওয়েলথ গেমসে শনিবার ১০,০০০ মিটার দৌড়-হাঁটা (race walk) প্রতিযোগিতায় ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী রুপো জিতেছেন।
উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার ২৬ বছর বয়সী প্রিয়াঙ্কা বার্মিংহাম কমনওয়েলথে তাঁর ব্যক্তিগত সেরা সময় ৪৩:৩৮.৮৩ মিনিটে প্রতিযোগিতার ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন করেন।
CWG 2022: কমনওয়েলথ গেমসে স্টিপলচেসে ভারতের রুপো
উল্লেখ্য, প্রিয়াঙ্কা প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার জেমিমা মন্টাগকে পিছনে ফেলেছেন। জেমিনা মন্টাগ ৪২:৩৪.৩০ মিনিটে এর আগে নতুন কমনওয়েলথ রেকর্ড করে সোনা জিতেছিলেন।