কমনওয়েলথ (CWG 2022) গেমসে ভারতের সোনার দৌড় অব্যাহত। ভারতীয় টেবিল টেনিস তারকা শরথ কমল এবং শ্রীজা আকুলা রবিবার রাতে ফাইনালে মালয়েশিয়ার জাভেন চুং এবং কারেন লাইনকে পরাজিত করে মিক্সড ডাবলসে সোনা জিতেছেন।
কমনওয়েলথ গেমসে এটি ভারতের পাশাপাশি শরথ কমলের দ্বিতীয় টেবিল টেনিস সোনা । এর আগে পুরুষদের দলের ইভেন্টে ভারত শীর্ষস্থান দখল করেছিল।
শরথ এবং শ্রীজা দুজনেই দুর্দান্ত ভাবে শুরুটা করেছিলেন। তারা প্রথম গেমটি ১১-৪ ব্যবধানে জেতেন। মালয়েশিয়ানরা দ্বিতীয় গেমে কামব্যাক করার চেষ্টায় তীব্র লড়াই করে। কিন্তু তার পরের দুটি গেমে মালয়েশিয়ানরা সেই লড়াই জারি রাখতে পারেননি। পরে দুটি গেমে ভারত জেতে ১১-৯ ব্যবধানে। ভারতীয়রা পরের দুটি গেম ১১-৫, ১১-৬ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করে।