CWG 2022: গুরদীপের ব্রোঞ্জ সহ ভারোত্তোলনে ১০ টি মেডেল জিতে সর্বকালের সেরা রেকর্ড ভারতের

Updated : Aug 11, 2022 08:14
|
Editorji News Desk

কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা অব্যাহত। ইতিমধ্যেই ভারোত্তোলনে ১০টি মেডেল পকেটে পুরেছেন ভারতীয় অ্যাথলেটরা৷ ভারতের এটিই সর্বকালের সেরা রেকর্ড। সেই সঙ্গে অন্য খেলাতেও নজর কেড়েছে ভারত।

ভারোত্তোলন

লভপ্রীত সিং এ গুরদীপ সিং পুরুষদের ১০৯ কেজি এবং ১০৯ কেজি প্লাস বিভাগে ব্রোঞ্জ জিতেছেন৷ গুরদীপ তুলেছেন মোট ৩৯০ কেজি। লভপ্রীত সবমিলিয়ে তুলেছেন ৩৫৫ কেজি।

বক্সিং

দারুণ লড়াই করেও ইংল্যান্ডের অ্যারন ব্রাউনের কাছে ৪-১ ফলে হেরে গিয়েছেন আশীষ কুমার৷ ফলাফল নিয়ে তাঁকে দৃশ্যতই হতাশ মনে হয়েছে।

কোয়ার্টার ফাইনালে লড়াই করে হারতে হয়েছে লভলিনা বরগোঁহাইকে। একসময় এগিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষে ওয়েলসের রোজি একলেস ৩-২ ফলে ম্যাচ জিতে নেন।

তবে সাফল্যও এসেছে। নিখান জারিন ৫০ কেজি বিভাগে, নিতু গাংহাস মেয়েদের ৪৮ কেজি বিভাগে, হুসামুদ্দিন মোহাম্মদ পুরুষদের ৫৭ কেজি বিভাগে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন।


হকি

পুল বি-এর ম্যাচে কানাডকে ৮-০ গোলে চূর্ণ করেছে পুরুষ হকি দল। ইংল্যান্ডের সঙ্গে সমান পয়েন্টে থাকলেও গোলপার্থক্যে টেবিলের শীর্ষে রয়েছে দারুণ ছন্দে থাকা ভারত।

সাঁতার

পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের ফাইনালে সপ্তম এবং অষ্টম স্থানে শেষ করেছেন অদ্ভেত পেজ (Advait Page) এবং কুশাগ্র রাউত।

শট পাট

ভারতের মনপ্রীত কাউর টেবিলের একদম নিচে শেষ করেছেন৷ তৃতীয় চেষ্টায় ১৫.৫৯ মিটার ছুঁড়তে পেরেছেন তিনি।

ভারোত্তলনে ছেলেদের ১০৯+ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন গুরদীপ সিং।  স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩৯০ কেজি ভার তুলে পোডিয়াম ফিনিশ করেন গুরদীপ। 

CWG 2022 :  ব্যাডমিন্টন মিক্সড টিম ইভেন্টের ফাইনালে সোনা হাতছাড়া ভারতের, রুপো পেলেন সিন্ধু-শ্রীকান্তরা

WeightliftingCommonwealth games

Recommended For You

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?