জিম্বাবোয়ের সফরের মাঝেই শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এটাই ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীরের প্রথম অ্য়াসাইনমেন্ট।
শ্রীলঙ্কা সফরে গিয়ে মোট ৬টি ম্যাচ খেলবে ভারত। তার মধ্যে তিনটি টি ২০ ম্যাচ এবং তিনটি ODI। চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হবে T20 সিরিজ। এবং ODI সিরিজ শুরু হবে ১ অগাস্ট থেকে।
শ্রীলঙ্কা সফরের সূচি-
প্রথম T20 ম্যাচ হবে ২৬ জুলাই। দ্বিতীয় ম্যাচটি হবে এর ঠিক পরের দিন অর্থাৎ ২৭ জুলাই। এবং তৃতীয় T20 ম্যাচটি হবে ২৯ জুলাই। সবকটি ম্যাচ শুরু হবে সন্ধে ৭টা থেকে।
এদিকে ১ লা অগাস্ট প্রথম ODI ম্যাচ হবে, দ্বিতীয় ম্যাচটি হবে ৪ অগাস্ট এবং তৃতীয় ম্যাচটি হবে ৭ অগাস্ট। সব ম্যাচগুলিই শুরু হবে ২.৩০ থেকে।
শুধু টিম ইন্ডিয়া নয়, শ্রীলঙ্কা টিমও নতুন ক্যাপ্টেনের অধীনে T20 সিরিজে খেলবে। কারণ T20 বিশ্বকাপ জয়ের পরেই T20 ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা এবং শ্রীলঙ্কা টিমের T20 ফর্ম্যাটের নেতৃত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা।