ভারতেরই মাটিতে ভারতকে হারিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এবার ভারতীয় ক্রিকেট অনুরাগীর কাছের অস্ট্রেলিয়ার ঔদ্ধত্যের কথা শুনে মেজাজ ধরে রাখতে পারলেন না ওয়ার্নার। টুইটারে প্রকাশ্যেই এক হাত নিলেন।
সম্প্রতি, জনৈক নেটিজেন টুইট করে লিখেছিলেন, "অস্ট্রেলিওরা বরাবরই উদ্ধত, এই বিশ্বকাপ জয়ের পর সেই ঔদ্ধত্য আরও বেড়েছে"। এই মন্তব্যের পর আর চুপ করে থাকতে পারেননি ওয়ার্নার। বরং সেই পোস্ট রিটুইট করে পোস্টদাতার উদ্দেশে লিখলেন, "এদের কারোর সঙ্গে আপনি দেখা করেছেন, নাকি ক্ষোভ উগড়ে দেওয়ার সহজ রাস্তা এটা?"।
Tota Roychowdhury: হিন্দিতে পরপর কাছের মাঝে কেন বাংলায় ছুটে আসেন টোটা? কার জন্য?
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের পর মহম্মদ কাইফের করা একটি মন্তব্য নিয়েও সহমত পোষণ করেননি ওয়ার্নার। সে সময়ে মুখ খুলেও শিরোনামে এসেছিলেন তিনি।