এক বিশেষ জুতো পরে আইপিএলে খেলছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শনিবার লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই এই বিশেষ জুতো পরে তাঁকে মাঠে নামতে দেখা গিয়েছে।
এই জুতোয় লেখা রয়েছে ইন্দি, ইসলা এবং আইভি অর্থাৎ তাঁর তিন মেয়ের নাম। আর জুতোর পাশে লেখা রয়েছে ক্যান্ডি অর্থাৎ তাঁর স্ত্রী ক্যান্ডিসন। ফলে বোঝাই যাচ্ছে গোটা পরিবারকে নিয়েই আইপিএলের লড়াইয়ে নেমেছেন ওয়ার্নার।
সম্প্রতি এরকমই একটি বিশেষ জুতো পরে বিশ্বকাপ খেলতে কাতারের মাঠে নেমেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাঁর জুতোয় লেখা ছিল স্ত্রী এবং সন্তানদের নাম।
অতীতে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামকেও স্ত্রী, সন্তানদের নাম লেখা জুতো পরে মাঠে নামতে দেখা গিয়েছিল। যদিও ওয়ার্নার মেসি কিংবা বেকহ্যামকে দেখে অনুপ্রাণিত হয়েছেন কি না তা জানা যায়নি।