পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের মাঠে শনিবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী রইলেন দর্শকরা। গুজরাট টাইটানস (Gujarat Titans) এবং দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) এই ম্যাচে শেষ হাসি হাসল গুজরাট (Gujarat won by 14 runs)। এই ম্যাচ জিতে গুজরাট চলে এল লিগ টেবিলে তৃতীয় স্থানে। রাজস্থান ও কলকাতার ঠিক পরেই। অন্যদিকে, গুজরাটের কাছে ১৪ রানে হেরে দিল্লি ক্যাপিটালস পৌঁছে গেল লিগ টেবিলের চতুর্থ স্থানে।
আরও পড়ুন: 'আমাদের সামনে এখন মাত্র দুটো রাস্তা খোলা', জাতির উদ্দেশে ভাষণে বললেন ইমরান খান
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে গুজরাট টাইটানস (Gujarat Titans)। শুভমন গিল (Shubhman Gill) ৪৬ বলে ৮৪ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) করেন ২৭ বলে ৩১ রান। দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান ২৩ রানে ৩ উইকেট নেন।
জাববে ব্যাট করতে নেমে ভালো শুরু করেও লকি ফার্গুসন আর মহম্মদ শামির ভয়ঙ্কর যুগলবন্দির কাছে হাল ছেড়ে দিল দিল্লির ব্যাটিং লাইন-আপ। ২৯ বলে ৪৩ রান করে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ঋষভ পন্তকে (Rishabh Pant) যখন ফার্গুসন ফিরিয়ে দিলেন তখন স্কোরবোর্ডে ১১৮ রান। জিততে দরকার ছিল আরও ৫৪ রান। তা স্পর্শ করা অধরাই রয়ে গেল অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরদের।