টি-২০ বিশ্বকাপের আগে ফের বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। পিঠের চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের অন্যতম নির্ভরযোগ্য স্তম্ভ দীপক চাহার।
জানা গিয়েছে, রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করার জন্য অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। যশপ্রীত বুমরাহ'র পরিবর্তে কাকে নেওয়া হবে দলে, সেই বিষয়ে ভাবনাচিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে দৌড়ে এগিয়ে আছেন মহম্মদ শামি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে দলে থাকলেও একটি ম্যাচেও খেলেননি দীপক চাহার। আপাতত ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া। ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ভারত।