দুই দলই পয়েন্ট টেবিলে নড়বড়ে অবস্থায় রয়েছে। তার মধ্যেই সোমবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। এ দিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দারুণ বল করল হায়দরাবাদ। মূলত হায়দরাবাদ বোলারদের দাপটে প্রথমে ব্যাট করে দিল্লি তুলল ১৪৪-৯। হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার ৪ ওভার বল করে ২ উইকেট তুলে নিলেন মাত্র ১১ রানের বিনিময়ে।
দিল্লি প্রথম ওভারেই ধাক্কা খায়। তৃতীয় বলে ভুবনেশ্বর কুমার ফেরান ফিল সল্টকে। এর পর ওয়ার্নার এবং মিচেল মার্শ মিলে কিছুটা পরিস্থিতি সামাল দেন। তারপর ১৫ বলে ২৫ রানে ফিরে যান টি নটরাজনের বলে এলবিডব্লিউ হয়ে।