ফের যাত্রীদের অভব্য আচরণ । এয়ার ইন্ডিয়ায় একের পর এক ঘটনা ঘটেই চলেছে । সম্প্রতি সামনে এসেছে, মাঝ আকাশে এক যাত্রীর শৌচালয়ে ধূমপান (Smoking in Air India) করার খবর । একইসঙ্গে বিমানে অন্য এক যাত্রী তাঁর সহযাত্রীর কম্বলে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছে । এই জোড়া ঘটনায় ক্ষুব্ধ ডিজিসিএ । এয়ার ইন্ডিয়াকে শো-কজ নোটিস (Show cause notice to Air India) পাঠিয়েছে তারা । বিষয়টি নিয়ে কেন কোনও পদক্ষেপ করা হয়নি, প্রতিক্রিয়া জানাতে কেন দেরি হয়েছে, তা জানতে চেয়ে এই নোটিস পাঠানো হয়েছে । দু’সপ্তাহের মধ্যে ওই বিমান সংস্থাকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
জানা গিয়েছে, ৬ ডিসেম্বর এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমানে দু'টি অশালীন ঘটনার অভিযোগ ওঠে । একটা অভিযোগ হল, বিমানকর্মীদের বাধা দেওয়া সত্ত্বেও বিমানের এক যাত্রী মত্ত অবস্থায় শৌচাগারে ধূমপান করেন । পাশাপাশি, একই বিমানে অন্য এক জন যাত্রী তাঁর সহযাত্রীর খালি সিট এবং কম্বলে প্রস্রাব করে দেন বলে অভিযোগ । ডিজিসিএ জানিয়েছে, বিমানে কোনও যাত্রী নিয়মবিরুদ্ধ কোনও কাজ করলে বা অভব্য আচরণ করলে সেই বিষয়ে বিমান অবতরণের ১২ ঘণ্টার মধ্যে ডিজিসিএ-কে জানাতে হবে । কিন্তু, এয়ার ইন্ডিয়ার তরফে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ ।
আরও পড়ুন, Bomb in Flight : বিমানে বোমা রাখার হুমকি ফোন, মস্কো থেকে গোয়াগামী বিমানের জরুরি অবরতরণ গুজরাতে
ডিজিসিএ জানিয়েছে, এয়ার ইন্ডিয়া প্রতিক্রিয়া জানাতে দেরি করেছে । ডিজিসিএ-এর তরফে রিপোর্ট চেয়ে পাঠানোর পরই তাঁরা এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে । বিমান সংস্থা ডিজিসিএ-র নিয়ম মেনে চলেনি বলে অভিযোগ উঠেছে ।