তিনি মহেন্দ্র সিং ধোনি, তাঁর ফ্যান হতে সত্যিই বয়স লাগে না। ৮ থেকে কেবল ৮০ নয়, এস রামদাস প্রমাণ করে দিলেন ১০৩ বছরেও মাহির ভক্ত হওয়া যায়। CSK ফ্যান, ১০৩ বছরের এস রামদাসের ফ্যানবয় মোমেন্ট দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় সিএসকে সুপারফ্যানের জন্য একটি কাস্টম-মেড জার্সি স্বাক্ষর করলেন মহেন্দ্র সিং ধোনি।
ভিডিওতে দেখা যায় রামদাসের ছেলে তাঁর বাবার জন্য ধোনির সই করা এই উপহার নিচ্ছেন, বর্ষীয়ান ফ্যানের জন্য বিশেষ বার্তাও পাঠান ধোনি। CSK-র প্রতি তাঁর ভক্তির কোনও তুলনা হয় না। তিনি ২০০৮ সাল থেকে CSK-র হয়ে গলা ফাটাচ্ছেন।
সিএসকে ভক্তদের কাছে রামদাস নতুন মুখ নন। তিনি এর আগে স্বীকৃতি পেয়েছিলেন যখন ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা ফ্র্যাঞ্চাইজি এবং ধোনির প্রতি তার ভালবাসা প্রকাশ করার একটি ভিডিও আপলোড করেছিল।