সেই কুখ্যাত 'হ্যান্ড অব গড'-এর বল! যা ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের পর থেকে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত বস্তু! আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচে দিয়েগো মারাদোনার করা 'হ্যান্ড অব গড'-এর বলটি নিলামে তোলা হবে বলে খবর ছিল আগে থেকেই। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার সেই বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ ম্যাচের জার্সি মাস ছয়েক আগে ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। এ বার রেকর্ড অর্থে বিক্রি হল হ্যান্ড অব গড’ বলটিও। যে বল দিয়ে ওই গোল করেছিলেন মারাদোনা, সেই বলই বুধবার লন্ডনে নিলামে উঠেছিল। সেই ম্যাচের রেফারি তিউনিশিয়ার আলি বিন নাসেরের কাছেই এতদিন বলটি ছিল। এ বার সেটি নিলামে বিক্রি হল ২.৪ মিলিয়ন ডলারে।
কিংবদন্তি মারাদোনা ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে এই গোলটি করেছিলেন। এই গোলের চার মিনিট পরেই পাঁচ ইংরেজ ডিফেন্ডারকে কুপোকাত করে তিনি আরেকটি গোল করেন যা গত শতকের সেরা গোল হিসাবে নির্বাচিত হয়।
এই বলটিকে নিলামে তোলার প্রসঙ্গে রেফারি নাসের বলেন, 'এই বলটি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের এক অংশ। আমার মতে এটিকে বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার এটিই সেরা সময়।'