নিলামে উঠল দিয়েগো মারাদোনার (Diego Maradona) ঐতিহাসিক 'হ্যান্ড অব গড'-এর (Hand of god) জার্সি। জার্সিটি বিক্রি হল ৯.২৮ মিলিয়ন মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৭০ কোটি ৯১ লক্ষ টাকা। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এই অতি বিতর্কিত গোলটি করেছিলেন দিয়েগো মারাদোনা (Diego Maradona)। ইংরেজদের দাবি ছিল, মাথা দিয়ে নয়, হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা। যে গোল সম্পর্কে মারাদোনা নিজেই বলেছিলেন ‘হ্যান্ড অব গড’।
এই বিশেষ জার্সিটি গত ৩৫ বছর ধরে ছিল ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার স্টিভ হজের কাছে। ম্যাচের পর মারাদোনা তাঁর সঙ্গেই জার্সিটি বিনিময় করেছিলেন। হজের কাছ থেকে জার্সিটি নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিজেদের ফুটবল সংগ্রহশালায় রেখেছিল দু’দশক।
আরও পড়ুন: মায়ের মাতৃত্বকালীন ছুটি চেয়ে আদালতে আবেদন করল ৩ মাসের শিশু!
এবার সেই ঐতিহাসিক জার্সিকে নিলামে তোলেন স্টিভ হজ। ২০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলে এই নিলাম অনুষ্ঠান।
নিলামের (Hand of God jersey is in auction) সঙ্গে যুক্ত থাকা কর্তা ব্রাহাম ওয়াচার বলেন, “নিঃসন্দেহে এটা সবথেকে আলোচিত ফুটবল জার্সি যার নিলাম হল। এবং এটা এখনও পর্যন্ত নিলামে সবথেকে বেশি দাম পেল।” তবে কে এই জার্সিটা কিনেছেন, তাঁর নাম এখনও জানা যায়নি।