বিশ্বকাপ শেষ হলেই কাতার থেকে অদৃশ্য হয়ে যাবে স্টেডিয়াম ৯৭৪ (Doha's Stadium 974)। কাতারের সামুদ্রিক এলাকার পাশেই অবস্থিত এই স্টেডিয়ামে দর্শকাসন রয়েছে ৪০ হাজার। কিন্তু আচমকাই বিশ্বকাপের (Qatar World Cup 2022) পর কেন অদৃশ্য হয়ে যাবে এই স্টেডিয়াম? আর কিভাবেই বা এত বড় স্টেডিয়াম অদৃশ্য হয়ে যাবে?
আসলে কাতার বিশ্বকাপের জন্য স্টেডিয়াম ৯৭৪ (Stadium 974) অস্থায়ী ভাবে তৈরি করা হয়েছে। মোট ৯৭৪টি শিপিং কন্টেনার (recycled shipping containers) দিয়ে তৈরির কারণেই এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে স্টেডিয়াম ৯৭৪। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম অস্থায়ী স্টেডিয়াম।
মডিউলার স্টিল ও শিপিং কন্টেনার দিয়ে তৈরির কারণেই বিশ্বকাপের শেষে সহজেই ভেঙে ফেলা যাবে এই স্টেডিয়াম। স্টেডিয়াম ভাঙার সময় যাতে দূষণ না হয়, তা আলাদা ভাবনাও নিয়েছে কাতার প্রশাসন। এমনকি প্রয়োজনে ওই কন্টেনার পুনরায় ব্যবহারও করা যাবে। এমনি চাইলে অন্য দেশেও স্থানান্তর করা যাবে।
আরও পড়ুন- শিক্ষা সবার, মেসির আর্ম ব্র্যান্ডে বিশ্বের জন্য বার্তা