বুধবার নৌ সেনার বিরুদ্ধে এটিকে মোহনবাগান জিততেই ডুরান্ড কাপে (Durand Cup) ইস্টবেঙ্গলের (East Bengal) অভিযান শেষ হয়ে গিয়েছে। শনিবার কিশোরভারতী স্টেডিয়ামে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামছে লাল-হলুদ শিবির। ডুরান্ডের গ্রুপ পর্বে কনস্ট্যান্টাইনের ছেলেদের শেষ ম্যাচ। মুম্বই আগেই শেষ আটে পৌঁছে গিয়েছে। শনিবারের ম্যাচ নিয়মরক্ষার। তবে লাল-হলুদ সমর্থকদের এই ম্যাচ ঘিরে আগ্রহ রয়েছে। আইএসএলের প্রস্তুতি হিসেবেই ডুরান্ডকে দেখছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। অগস্টের প্রথম সপ্তাহে অনুশীলন শুরু করে ইস্টবেঙ্গল।
শনিবার মুম্বই সিটির বিরুদ্ধে ইস্টবেঙ্গল বড় জয় পেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হতে পারে এটিকে মোহনবাগানের। আর তা না হলে নৌসেনার কাছে হারতে হবে রাজস্থান ইউনাইটেডকে।
ডুরান্ড কাপে গ্রুপ পর্বে সব ম্যাচ খেলে ফেলেছে এটিকে মোহনবাগান। চার ম্যাচে তাদের পয়েন্ট সাত। বুধবার ভারতীয় নৌসেনাকে হারালেও নিশ্চিত হয়নি কোয়ার্টার ফাইনালে ওঠা। শেষ আটে উঠতে হলে সবুজ-মেরুনকে তাকিয়ে থাকতে হবে দু’টি দলের দিকে। আশ্চর্যের হলেও, তাদের মধ্যে একটি দল চিরশত্রু ইস্টবেঙ্গল।