শুক্রবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স টিমে নেই মিচেল স্টার্ক। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর পরিবর্তে দলে এলেন দুষ্মন্ত চামিরা। বরুণ চক্রবর্তী, হর্ষিত রানার সঙ্গে দলকে পেস আক্রমণে নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কান পেসার। পাশাপাশি গত ম্যাচের পর রাসেলের বোলিংয়েও অনেকটা প্রত্যয়ী টিম ম্যানেজমেন্ট। আর সঙ্গে আছেন সুনীল নারিনও।
এদিন ইডেন গার্ডেন্সে টসে জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন পঞ্জাব। এদিনও দলে নেই শিখর ধাওয়ান। পঞ্জাবের নেতৃত্বে স্যাম কুরানই। এই ম্যাচেও ওপেন করবেন কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। পঞ্জাবকে ঘরের মাঠে বড় রানের টার্গেট দিতে চায় কেকেআর।