আরএফডিএল-এর যুব ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের। দিন কয়েক আগেই মোহনবাগানের কাছে ৫-১ গোলে হেরেছিল লাল হলুদ শিবির। রবিবাসরীয় যুব ডার্বিতে সায়ন বন্দোপাধ্যায় এবং শ্যামল বেসরার পায়ে এল দুটি গোল। রবিবার বারাকপুর স্টেডিয়ামে মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে জয় পায় ইস্টবেঙ্গল।
IPL 2024 LSG vs RR: বিধ্বংসী ইনিংস অধিনায়ক সঞ্জুর, লখনউকে ১৯৪ রানের টার্গেট রাজস্থানের
মোহনবাগানের কাছে হারের পর, মহোমেডানকে হারিয়ে পরের ধাপে পৌঁছয় লাল হলুদ। এদিন শুরু থেকেই দাপটের সঙ্গেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে ছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের একটি গোল নাকচ করে দেয় রেফারি। যদিও দ্বিতীয়ার্ধেই ফের গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।