ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ ঘিরে বছর দু'য়েক ধরে যে সব অনুষ্ঠানের কথা ভাবা হয়েছিল, তার অধিকাংশই করা সম্ভব হয়নি। এখন দুটো গুরুত্বপূর্ণ দিন আছে হাতে। এক, পয়লা অগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবস। দুই, ১৩ অগস্ট ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব পল্টু দাসের জন্মদিনের দিন ক্লাবের ক্রীড়া দিবস। আপাতত ঠিক হয়েছে, এ বার ১২ ও ১৩ অগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দু'দিন ধরে অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানকে জমকালো করে তুলতে মুম্বইয়ের শিল্পীদের আনা হতে পারে। আলোচনায় রয়েছেন গায়ক অরিজিৎ সিং।
লাল হলুদ (East Bengal) সমর্থকরা মনেপ্রাণে চেয়েছিলেন, রথযাত্রার দিনে ইমামির (Emami) সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর হবে। কিন্তু সেটি হল না। শুক্রবার আবার তার মধ্যে ইমামি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য আগরওয়ালের ভাইপোর বিয়ে। ওই অনুষ্ঠানে লাল হলুদ কর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রাক্তন তারকাদের সন্নিবেশ ঘটবে। তাঁদের নিয়ে ইতিমধ্যেই তথ্যচিত্র তৈরি হয়েছে। প্রাক্তনদের সাক্ষাৎকার ছাড়াও তথ্যচিত্রে ক্লাবের ইতিহাসও তুলে ধরা হবে।
শতবর্ষে ইস্টবেঙ্গল শীর্ষক ওই তথ্যচিত্রের পরিচালক গৌতম ঘোষ। তাঁকে সেদিন সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যেই ক্লাব তাঁবুতে প্রাক্তনদের নিয়ে তথ্যচিত্রের শুটিং হচ্ছে। মোট ৫০ মিনিটের ওই তথ্যচিত্র দেখানোর পাশে ইস্টবেঙ্গল অ্যালমানার বইটি প্রকাশিত হবে।