বছরের শেষটা দারুণভাবে করল কনস্ট্যানটাইনের ছেলেরা। যুবভারতীতে নিজেদের হোম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ২-১ গোলে জিতল চমৎকার প্রাধান্য রেখে। এর আগে বেঙ্গালুরুর ঘরের মাঠে খেলতে গিয়ে ৩ পয়েন্ট নিয়ে ফিরেছিল লাল-হলুদ ব্রিগেড। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে শুরু করেই এই জয়ে পৌঁছে গেল তারা। চলতি আইএসএলে একবারও ঘরের মাঠে জিততে পারেনি ইস্টবেঙ্গল। বছরের শেষ ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে হারিয়ে শাপমুক্তি ঘটাল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের নায়ক হলেন ক্লেন্টন সিলভা। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোলই করেন তিনি।
ম্যাচের আগেই চোট সমস্যায় জর্জরিত ছিল লাল হলুদ শিবির। ঘরের মাঠে সমর্থকদের সামনে প্রথম থেকেই আক্রমণাত্মক ভাবে খেলতে শুরু করে লাল হলুদ ব্রিগেড। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল হয়নি। প্রথমার্ধের কিছুটা সময় কেটে যাওয়ার পর অবশ্য দাপট দেখাতে শুরু করে বেঙ্গালুরুও।
ম্যাচের প্রথম গোল এল ৩৯ মিনিটে। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল হলুদ ব্রিগেড। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের তীব্রতা বাড়ান সুনীল ছেত্রীরা। গোল লক্ষ্য করে বেশ কয়েকটি শট মারেন বেঙ্গালুরুর ফুটবলাররা। শেষ পর্যন্ত গোল শোধ হল ৫৫ মিনিটে। যদিও, শেষরক্ষা হল না বেঙ্গালুরুর। অতিরিক্ত সময়ে গোল লক্ষ করে শট মারেন অধিনায়ক ক্লেটন। তাঁর শেষ মুহূর্তের গোলেই বাজিমাৎ করল ইস্টবেঙ্গল।