কলকাতা ময়দানে বেজে গিয়েছে ডার্বির (Derby) দামামা। আগামী ২৮ অগাস্ট, রবিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান (Mohun Bagan) তার আগে ময়দানে কার্যত হাহাকার শুরু হয়েছে টিকিট নিয়ে।
এটিকে মোহনবাগান বনাম ইমামি ইস্টবেঙ্গল ম্যাচের অনলাইন টিকিট (Online Ticket) ইতিমধ্যেই নিঃশেষিত। করোনা আবহে দীর্ঘদিন মাঠে গিয়ে ডার্বির স্বাদ নিতে পারেননি দর্শকরা। তাই তুঙ্গে উঠেছে টিকিটের চাহিদা।
এর মধ্যেই খানিকটা আশার আলো রয়েছে সমর্থকদের জন্যৃ দুই প্রধানের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ, শুক্রবার থেকে ক্লাবে মিলবে সীমিত সংখ্যক টিকিট। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে বিক্রি করা হবে টিকিট।
Apu Biswas: এপার বাংলার দুর্গাপুজোর মুখ ওপার বাংলার তারকা অপু বিশ্বাস
মোহনবাগান ক্লাবে টিকিট বিক্রি শুরু হবে বেলা ১২টা থেকে। একজন সর্বোচ্চ দুটি টিকিট কাটতে পারবেন৷ মোহনবাগান জানিয়েছে, যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণে কাউন্টার খোলা থাকবে।
অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবেও মিলবে অফলাইন টিকিট৷ দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে একজন একসঙ্গে একটিই টিকিট কাটতে পারবেন।
২৮ অগাস্ট লাল হলুদ বনাম সবুজ মেরুন মহারণ নিয়ে পারদ চড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে টিকিটের চাহিদা। ডুরান্ড কাপ ডার্বির টিকিটের দাম ৫০ এবং ১০০ টাকা।