হাড্ডাহাড্ডি লড়াই! জ্যাক জার্ভিসের দুরন্ত গোল। তা সত্ত্বেও শেষরক্ষা হল না। তিন গোল করেও ঘরের মাঠে কার্যত খালি হাতেই ফিরতে হচ্ছে লাল-হলুদকে। নর্থ-ইস্ট ইউনাইটেডের সঙ্গে রূদ্ধশ্বাস ম্যাচ শেষ হল ৩-৩ গোলে অমীমাংসিতভাবে। ক্লেটন সিলভার গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ১০ মিনিটের মাথায় এগিয়ে দেন ব্রাজিলীয় তারকা। ম্যাচে এগিয়ে গিয়েও দু’বার পিছিয়ে গিয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড খেলায় সমতা ফেরায় ৩০ মিনিটের মাথায়। নর্থ ইস্টের পার্থিব সুন্দর গোগই গোল করে ১-১ করেন। ২ মিনিটের মধ্যেই আবার গোল দিয়ে এগিয়ে যায় নর্থ-ইস্ট ইউনাইটেড। তারপরই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জ্যাক জার্ভিসের সেই অবিশ্বাস্য বাইসাইকেল কিকে গোল! যা মনে করিয়ে দিল রিচার্লিসন থেকে শ্যাম থাপা পর্যন্ত অনেককেই!
ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে ফের এগিয়ে দেন ক্লেন্টন সিলভা। যখন আশায় বুক বেঁধে লাল-হলুদ সমর্থকরা ভেবেছিলেন ঘরের মাঠে জয় আসতে চলেছে, সেইসময়ই তাঁদের আশাভঙ্গ করলেন নর্থ-ইস্টের ইমরান খান। ৮৫ মিনিটের মাথায় তাঁর গোলেই ৩-৩ হয়ে যায় ম্যাচ। তারপর আর কোনও দলই কোনও গোল করতে পারেনি।