এবার সিউড়ি থানার আইসিকে তলব ইডির। শনিবার মহম্মদ আলিকে হাজিরা দিতে বলা হয়েছে ইডি দফতরে। আনতে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি। আগেই আসানসোল জেলের বিশেষ সুপারিন্টেন্ডেন্টকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি সূত্রে খবর, গরু পাচারকাণ্ডে যোগসূত্র রয়েছে সিউড়ি থানার আইসির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অনুব্রত মণ্ডলের জন্য মামলা লড়ার খরচও যোগান ওই আইসি। এ সম্পর্কে জেরার জন্যই তাঁকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিসহ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গরুপাচার কাণ্ডে (Cow Smuggling Case) আগেই দিল্লিতে তলব করা হয়েছে আসানসোল জেলের সুপার (Asansol Jail Super) কৃপাময় নন্দীকে। ইডির তরফে একটি নোটিশ পাঠানো হয়। সেখানে লেখা রয়েছে, আগামী ৫ এপ্রিল তাঁকে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসে হাজিরা দিতে হবে।